Header Ads

Header ADS

আজ ১০ মুহাররম।


আজ ১০ মুহাররম। এই দিনটিকে পবিত্র আশুরার দিন বলা হয়। পৃথিবীর ইতিহাসে এই দিনটি সবচেয়ে বেশি ঘটনা বহুল দিন। আসুন আমরা জেনে নেই আজকের এই দিনে কি কি ঘটেছিল এবং ঘটবে।
* এই দিনে আল্লাহ তায়ালা তার আরশ, আসমান, জমিন, ও লাওহে মাহফুজ সৃষ্টি করেন।
* আল্লাহ তায়ালা এই দিনে হযরত আদম ও হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করান।
* আদম ও হাওয়াকে এই দিনে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠানো হয়।
* আল্লাহ এই দিনে আদম ও হাওয়াকে দুনিয়াতে পুনরায় মিলিত করেন এবং তাদের পাপ ক্ষমা করেন।
* এই দিনে আদম আ: ইন্তেকাল করেন।
* হজরত ইব্রাহিম (আ.)-কে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেন।
* এই দিনে হজরত মুসা(আ.) নীল নদ পার করে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন এবং ফেরাউন দলবলসহ নীল নদে ডুবে মারা যায়।
* নুহ আ: তার দল সহ প্লাবন থেকে আজকে রক্ষা পান।
* হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে নাজাত পান এই দিনে।
* হজরত আইয়ুব (আ.) এই দিনে ১৮ বছর রোগ ভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেন।
* হযরত ঈসা আ: এই দিনে জন্ম গ্রহণ করেন।
* এই দিনে আল্লাহ ঈসা আ: কে আসমানে তুলে নেন।
* এই দিনে হজরত মুসা (আ.) আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন।
* ইউসুফ (আ:) কুয়া থেকে মুক্তি লাভ করেন এই দিনে।
* হজরত ইয়াকুব (আ.) দীর্ঘ বছর পর তার পুত্র হজরত ইউসুফ (আ.) এর সাথে মিলিত হয় এই দিনে।
* এই দিনেই হজরত সোলায়মান (আ.) সিংহাসন লাভ করেন।
* এই দিনে আল্লাহ তায়ালা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন।
* হযরত হোসেন তার পরিবার সহ কারবালায় শহীদ হন এই দিনে।
* এবং দুনিয়া ধ্বংস বা কিয়ামত সংঘটিত হবে ১০ মহররমের এই দিনে।

No comments

Powered by Blogger.